আলেক্সান্ডার পুরুরাজা ও রাখি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  কিংবদন্তি  অনুযায়ী জানা যায় ৩২৬ ক্রিস্টাব্দের পূর্বে  মহামতি  আলেক্সান্ডার  ভারত আক্রমণ করলে ,আলেক্সান্ডারের স্ত্রী রোজানা পাঞ্জাবের  একটি ছোট্ট রাজ্যের রাজা পুরু কে একটি পবিত্র সুতো পাঠিয়ে অনুরোধ করেন  যুদ্ধে তিনি যেন আলেক্সান্ডারের কোনো ক্ষতি না করেন ।পাঞ্জাবের  ছোট অঞ্চলের  রাজা পুরু ছিলেন কাটজ রাজ্ ,তিনি নারীকে সন্মান করতে জানতেন ,যুদ্ধে তিনি  নিজে আঘাত পেলে এবং পরাজিত হলেও রানীকে  দেওয়া  কথা রাখতে তিনি  আলেক্সান্ডার কে কোনো আঘাত করেননি ।