আসামে ২২ জন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা চলে গেলেন জয়পুরের সেফ হোমে

কংগ্রেসের মুখ্যপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেন যে ” বিজেপি  অনেক জায়গায় তে  হেরে গিয়ে কংগ্রেসের  বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করে ,তাই এইবার আসামে যে তিন দফা তে ভোট হয়েছে তাতে  কংগ্রেস নেতৃত্বধীন মহাজোটে  যারা যারা আছেন  তাদের মধ্যে থেকে ২২ জন বিরোধী প্রার্থী কে উড়িয়ে নিয়ে যাওয়া হলো কংগ্রেস শাষিত  রাজস্থানের জয়পুরে ,সেইখানে  তাদের একটি হোটেলে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে ।