খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আগামী ১ লা ডিসেম্বর থেকে বাড়তে চলেছে মেট্রোর যাত্রী ভাড়া। আর এর ফলে মেট্রো কর্ত্তৃপক্ষ এর ধর্ণা প্রায় ১০ শতাংশ যাত্রী সংখ্যা কমবে। কিন্তু ভাড়া যে হরে বাড়বে তাতে যাত্রী সংখ্যা কমলেও আয় বাড়বে প্রায় ২০ কোটি টাকা । আর যাত্রী সংখ্যা এক থাকলেও যায় বাড়বে প্রায় ৭০ কোটি টাকা।এখন মেট্রোয় ১০০ টাকা আয় করতে ব্যায় হয় ২৪৮ কোটি টাকা । আর ভাড়া বাড়লে অপারেশন খরচ নেমে আসবে ২০০ টাকার ও নিচে প্রতি যাত্রী পিছু । তবে সব কিছু বোঝা যাবে আগামী ২০২০ মার্চ সালের মাসের পরে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ।