ইউজিসি কঠোর হলো পরীক্ষার্তীদের সময় মত ডিগ্রি দেবার ব্যাপারে

ইউজিসির সচিব রজনীশ জৈন এক নির্দেশিকা জারি করে বলেছেন ঠিক সময়ে ডিগ্রি না পাওয়ার বহু অভিযোগ জমা পড়ছে ইউজিসির দফতরে ,তার ফলে প্রার্থীরা অনেক ক্ষেত্রেই উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে অসুবিধার মুখে পড়ছেন ।বিষয়টি কে অতন্ত্য গুরুত্ব দিয়ে দেখছে ইউজিসি ।নির্দেশিকা তে বলা হয়েছে পরীক্ষা সফল ঘোষণার ১৮০ দিনের মধ্যেই পড়ুয়া দের হাতেডিগ্রি তুলে দিতে হবে কলেজ গুলো কে অথবা শাস্ত্যিমূলক ব্যবস্থা নিতে পারে ইউজিসি।