ইট ভাটা কর্মী খুন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পূর্বস্থলী  থানার অন্তর্গত লুনা ইটভাটার আর্থমুভাররের অপারেটরের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে । টাকা পয়সা নিয়ে  মালিকের সঙ্গে  গণ্ডগোল হওয়ায় তাকে খুন  করে ঝোলানো  হয়েছে বলে পরিবারের লোকেরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।কিন্তু  কি করে এই ঘটনা ঘটলো তা মালিক বা অন্য শ্রমিকেরা জানেন না।  বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।পুলিশ তদন্ত শুরু করেছে।