ইডি আবগারি দুর্নীতিতে টানা জেরা করলো কেসি আর কন্যা কে

দিল্লি তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে মাত্র ১.৫ কিমি দূরে ইডি র সদর দফতরে ,শনিবার আবগারি দুর্নীতি নিয়ে দিনভর জেরা করা হলো কেসি আরের কন্যা কে কবিতা কে । ইডির অভিযোগ ভারত রাষ্ট্রীয় সমিতি ও আম আদমি পার্টির রাজনৈতিক সম্পর্ক কে কাজে লাগিয়ে কবিতা বেনামে দিল্লিতে মদের দোকান খোলার অনুমতি আদায় করেছিল ,বিনিময়ে আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল ।