ইডি র আতশ কাঁচের নিচে প্রভাবশালী দের বহুবার বিদেশ ভ্রমণ

ইডি সূত্রের দাবি মূলত ২০১৭-২০২০ শালের মধ্যে এই রাজ্য থেকে একাধিক প্রভাবশালী বছরে ২২ বার বিদেশে গিয়েছে তার মধ্যে দুবাই তেই গিয়েছে ১৫ বার । ইডি র এক কর্তার দাবি “অনেক বড় বড় ব্যবসায়ীরাও এত ঘন ঘন বিদেশ যাত্রা করেন না ” ।টিকিট কাটা হয়েছিল মূলত মধ্য কলকাতার এক ভ্রমণ সংস্থার মাধ্যমে ,ইডির তরফে মূলত সেই সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে ।