গতকাল ইডি আলকেমিস্টের তদন্ত করতে গিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি করতে গিয়ে জানা বেআইনি অর্থলগ্নি সংস্থা আলকেমিস্টের তদন্তে নেমে ,তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় ১০ কোটি টাকা ,প্রভিশনালি অ্যাটাচ করেছে ইডি ।২০১৪ শালের তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন বিমান ও হেলিকপ্টার পরিষেবা সংস্থার ভাড়া মেটাতে অ্যালকেমিস্ট ১০ কোটি ২৯ লক্ষ্য টাকা খরচ করেছিল ।মূলত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,মুকুল রায় ,নুসরাত জাহান ,মুনমুন সেনের যাতায়াতের জন্য ওই টাকা খরচ করা হয়েছিল ।আলকেমিস্টের মালিক তখন ছিল তৃণমূলের রাজ্য সভার সংসদ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...