খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রোজভ্যালির অন্যতম মালিক শুভ্রা কুন্ডু গত ৬ মাসে তিন বার তলবি নোটিস পেয়েও ইডির দফতরে হাজির না হওয়াতে ইডি রোজভ্যালির মালকিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করলো । উল্লেখ্য সপ্তাহখানেক আগে ইডি দক্ষিণ কলকাতায় তার ফ্ল্যাটে হানা দিয়ে কিছু নথি বাজেয়াপ্ত করে । শুভ্রা কুন্ডু কে ফ্ল্যাটে পাওয়া যায়নি । ইডির ধারণা তিনি বিদেশে পালানোর চেষ্টা করছেন তাই তারা সব বিমানবন্দরের অভিবাসন দফতরে লুক আউট নোটিস জারি করেছেন ।