নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইসলামপুর কাণ্ডে নিহত দুই ছাত্রের পিতা নীলকমল সরকার এবং বাদল বর্মন কে নিয়ে মানব অধিকার কমিশনে গেলো বিজেপি । অন্যদিকে আজ কলকাতার রাজভবনে ওই একই ব্যাপার নিয়ে বিজেপির রাজ্য নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের সাথে দেখা করবেন ।আবার নীলকমল বাবু এবং বাদল বাবু কে নিয়ে বিজেপির প্রতিনিধিরা রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের দ্বারস্থ হবেন সুবিচারের আশায় ।
ইসলামপুর কাণ্ডে দিল্লির দ্বারস্থ নিহত ছাত্রের পরিবার
On: Tuesday, October 2, 2018 12:33 AM







