ঘূর্ণিঝড় ইয়াশ ৯:২৫ মিনিটে আছড়ে পরে বালাশোরের ২০ কিমি দক্ষিণে ধামড়া বন্দরে ।তার পরে সে তান্ডব
চালায় বালাসোর ও ধামরার পাশাপাশি এই রাজ্যের দিঘা ও শঙ্করপুরেও ।আছড়ে পড়ার সময় দিঘার সমুদ্রে প্রায় ৪ মিটার ঢেউ উঠতে শুরু করে এবং প্লাবিত করে দেয় দিঘার উপকূল সহ স্থানীয় এলাকা । গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ।