ইয়েলো ফিভারের টিকা দেওয়া শুরু

আগেই ইয়েলো ফিভার টিকা দেওয়ার  অনুমতি পেয়েছিল  উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। মঙ্গলবার থেকে এখানে এই টিকা দেওয়ার  কাজ শুরু হল। প্রতি মঙ্গলবার এই টিকা এখানে দেওয়া হবে। আগে এই টিকা নিতে  কলকাতায় যেতে হত  কলকাতায় টিকা গ্রহীতাদের মধ্যে ৪০ শতাংশ  মানুষ উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের বাসিন্দা। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার  অনেক দেশে যেতে  হলে এই টিকা অবশ্যই নিতে হয়।