ই জেড সিসি তে অমিত শাহ কৈলাশ বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষ একই সঙ্গে প্রকাশ করলেন বিজেপির সংকল্প পত্র

গতকাল বিজেপির নির্বাচনী ইস্তাহার সল্টলেকের ই জেড সিসি তে প্রকাশ করলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
এই সংকল্প পত্রে ভুঁড়ি ভুঁড়ি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বঙ্গের উন্নয়নের জন্য ।সাংবাদিকরা শাহ কে জিজ্ঞেস করেন।..এতো টাকা কোথা থেকে পাওয়া যাবে উত্তরে তিনি বলেন আমি বানিয়া আমার উপরে ভরসা রাখুন ।বাজেটের ১৫% টাকা তেই এই সমস্থ কাজ হয়ে যাবে ।