খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতবর্ষের বিভিন্ন শহরে এই দিনটি ওই শহরের মুসলিম অধিববাসীরা শহরে অবস্থিত ঈদগা গুলিতে গিয়ে নামাজের মাধ্যমে প্রার্থনা করে । তারপরে তারা কোলাকুলি করে এবং পাঠা অথবা ভেড়ার মাংস আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে বিতরণ করে এবং সামাজিক জীবনে ওই দিনটি ছুটি হিসাবেই পালিত হয়ে থাকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...