ঈদের দিনটি এই দেশে কি ভাবে পালিত হয়

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   ভারতবর্ষের  বিভিন্ন শহরে এই দিনটি ওই   শহরের মুসলিম অধিববাসীরা শহরে অবস্থিত  ঈদগা  গুলিতে গিয়ে নামাজের মাধ্যমে প্রার্থনা  করে । তারপরে তারা  কোলাকুলি  করে এবং পাঠা  অথবা  ভেড়ার  মাংস  আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে বিতরণ করে  এবং সামাজিক  জীবনে ওই দিনটি ছুটি হিসাবেই  পালিত হয়ে থাকে ।