ঈদের ভোজ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:৩৭০  ধারা  বিলোপের  সিদ্ধান্ত  মিলিয়ে  দিল  কাশ্মীরি  মুসলিম  ও  কাশ্মীরি  পন্ডিতদের।  সোমবার  গুরুগ্রামে  কাশ্মীরি  হিন্দু  পন্ডিতদের  আয়োজিত  ঈদের  দাওয়াতে  হাজির   ছিলেন    ৩০ – ৪০  জন  কাশ্মীরি  মুসলিম, যারা  ঈদ  উপলক্ষে  বাড়ি যেতে  পারেননি।  তাদের  আপ্যায়ন  করে  গুরুগ্রামের  পন্ডিত  পরিবারের  সদস্যরা। ৩৭০  ধারা মিলিয়ে  দিল  সব  ভেদাভেদ।