ঈদ উল আদা -বকরি ঈদ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :সারা বিশ্বজুড়েই  মুসলিম  জনজাতির লোকেরা  খুব ধুমধাম  করে পালন করে । মুসলিম  রা  এই দিনটি  খোলা  আকাশের  নিচে আল্লার  কাছে নামাজ  পরে এবং পরস্পর কে আলিঙ্গন করে ,ছাগল  অথবা ভেড়া  কুরবানী করে এবং তার সুস্বাদু  মাংস  পরিবারের  সদস্য দের  মধ্যে বিতরণ করে ।প্রত্যেক  ধর্মপ্রাণ  মুসলিম মনে করে এটা  তার কর্তব্য  যাতে  প্রতিবেশী কোনো মুসলিম অভুক্ত না  থাকে এবং মাংসের  একটা  টুকরো যেন  তার প্রাপ্য হয় ।