উজ্জীবিত তৃণমূল দল

শুভেন্দু অধিকারীর পদত্যাগের পরে তৃণমূল শীর্ষ নেতারা মমতা বন্ধ্যোপ্যাধায়ের সাথে একটি জরুরি বৈঠক করেন ।সেইখানে উপস্থিত ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ।সেইখানে ঠিক হয়েছে কোচ বিহার থেকে সুন্দরবন সর্বত্র মমতা কে সামনে রেখে এখন থেকেই পুরোদস্তুর ভোট যুদ্ধে নেমে পর্বে তৃণমূল দল ।তৃণমূল দলের মহাসচিব বলেন মমতাই দলের কান্ডরী ও বাংলার উন্নয়নের চালিকা শক্তি এই সাফল্যই ঘরে ঘরে প্রচার করা হবে ।