গতকাল রাতভর বৃষ্টির ফলে উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝখানে জল দাঁড়িয়ে গেছে ।যাত্রীদের নিরাপত্তা স্বার্থে দক্ষিনেশ্বর থেকে ময়দান অব্দি মেট্রো পরিষেবা চালাচ্ছে । খুব দ্রুততার সঙ্গে মেট্রোরেল কর্তৃপক্ষ জল সরানোর চেষ্টা করছে ।মেট্রো কর্মকর্তারা অকুস্থলে উপস্থিত । তাদের দাবি যত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা তারা স্বাবাভিক করতে চাইছে ।