কলকাতায় লোকাল ট্রেন চালু হয়েছে। তবে উত্তরবঙ্গে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন চালু হয় নি। কবে চালু হবে তাও কেউ জানে না।আগে উত্তর পূর্ব সীমান্ত রেলে রোজ ৮৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন ও ৬১ জোড়া ডি ই এম ইউ ট্রেন চলত। প্রতিদিন যাত্রী প্রায় আড়াই লক্ষ এবং টিকেট বিক্রি হত প্রায় ১ কোটি টাকার। এখন সব বন্ধ। পিছিয়ে পড়া এই এলাকায় ট্রেন চলাচল অত্যন্ত জরুরি। সব বাধা কাটিয়ে কবে লোকাল ট্রেন চালু হয় তা এখন দেখার।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...