উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ

কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত হলো এই গুলি হলো এমআর ৫০৪ এবং এম আর ৫১২।মেট্রো সূত্রে জানা যাচ্ছে পেইন্ট ফ্রি স্টেইনলেস স্টীলের এই নতুন রেকগুলির দরজা ,পুরোনো গুলির তুলনাতে ১০০ মিলিমিটার বেশি প্রশস্থ এই ছাড়াও অন্যান্য সুবিধা আছে ।