উত্তর দমদম পুরসভা গ্রহণ করলো অভিনব উদ্যোগ

উত্তর দমদম পুরসভা পুজোর প্রাক্কালে নৈশকালীন বজ্র সংগ্রহ ও সাফাই অভিযান শুরু করেছে ।পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলর জানান এই পুরোবোর্ড দায়িত্ব নেওয়ার পর ,বজ্র সংগ্রহ -পরিচ্ছন্নতা এবং মশা নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে । আপাতত এমজি রোড ও যশোর রোডে ২ ঘন্টা অব্দি ,আবর্জনা সংগ্রহ সাফাই অভিযানের কাজ শুরু করা হয়েছে ,সফল হলে পুরসভার অনত্র এই পদ্ধতি গ্রহণ করা হবে ।