উত্তর পাড়া তে বিনা চিকিৎসা তে বাড়িতেই গত হলেন করোনা পোস্টিভ এক প্রৌঢ়া

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গত শুক্রবার  থেকে  উত্তর পাড়ার  সুকান্ত সরণির ভদ্রকালির এক প্রৌঢ়া  পেট খারাপ এবং অন্যান্য উপসর্গ নিয়ে জেলা এবং অন্যান্য হাসপাতালে ঘুরলেও ভর্তি  হতে  পারেননি ।তার পরে  শুক্রবার কলকাতার মেডিকা তে  তার করোনা টেস্ট হয় ,এর পর থেকে তাকে বাড়িতেই রাখা  হয় শনিবার  তার করোনা পজিটিভের রিপোর্ট আসে ,ভর্তি  হওয়ার আবেদন করে উত্তর পাড়া  পুরসভা ,থানা এবং স্থানীয় ডাক্তার সকল কে বিষয়টি জানান বাড়ির লোকেরা ,কিন্তু  দুর্ভাগ্য  বিকেল  ৩ টা  নাগাদ তিনি বাড়িতে মারা যান ।