করোনা প্রতিষেধকের সরবরাহ অপ্রতুল থাকাতে কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনা জেলা ও স্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে প্রতিষেধকের প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হয়েছিল ।শুধু দেওয়া হচ্ছিলো করোনার দ্বিতীয় ডোজ তাও স্ববাহিকের তুলনাতে অনেক কম ।কোথায় কোথায় আবার দ্বিতীয় ডোজের কর্মসূচি যোগানের অভাবে বন্ধ ছিল জেলা স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে সরবরাহ
চাহিদার তুলনাতে কম আসাতে এই বিপত্তি ।