নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ পূর্বমেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের তেঁতুল মুড়িতে একটি সরকারি হোমের উদ্বোধন করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।প্রথম পর্যায়ে ১৮০ জন আবাসিক ছাত্র ছাত্রীদের থাকা -খাওয়া ও পড়াশুনার যাবতীয় খরচা বহন করবে জনশিক্ষা প্রসার দফতর । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি ও তমলুক লোকসভার সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারী এবং উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার দফতরের আধিকারিক রা আবাসন টি করতে খরচ হয়েছে ১১ কোটি টাকা ।