উপনির্বাচনের জন্য আধা সামরিক বাহিনী এলো জঙ্গলমহল থেকে -ক্ষুব্ধ তৃণমূল

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  আগামী  ২৫ সে নভেম্বর  কালিয়াগঞ্জ ,করিমপুর ও খড়্গপুর বিধানসভা  উপনির্বাচনের জন্য  কমিশনের  তরফে ২০ কোম্পানি  আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে ,১০ কোম্পানি করিমপুরের জন্য এবং  ৫ কোম্পানি করে কালিয়াগঞ্জ  ও খড়্গপুর সদরের  জন্য ।এই  আধা সামরিকবাহিনী জঙ্গলমহল থেকে  তুলে নেয়াতে  ক্ষোভ  প্রকাশ করে  কমিশন কে চিঠি দিয়েছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । ২০১৯ লোকসভা ভোটের  সময় এক অভিযোগ তুলেছিল তৃণমূল ।