গতকাল, বিজেপি প্রার্থী রূপক মিত্রের তিনটি প্রচার সভা ছিল আসন্ন উপনির্বাচন ঘিরে , প্রথম টি ডোর টু ডোর ক্যাম্পেইন , নৈহাটিতে । ৩ নম্বর বিজয়নগর নগর থেকে ২ নম্বর কলেজ মোড় অব্দি রালি সকাল ১০ টা নাগাদ । দ্বিতীয় রালি টি ছিল কাঁপা এক্সিস ব্যাঙ্ক এটিএম থেকে বাবা ঠাকুরতলা চারাপোল অব্দি । তিনি বাবা ঠাকুরতলা মন্দির দর্শন করেন ,ডোর টু ডোর ক্যাম্পেইন করেন সহ সাথীদের নিয়ে , এবং এলাকার মানুষদের সাথে নিবিড় জনসংযোগ করেন । শেষ কর্মসূচিটি ছিল চায়ে পে চর্চা ,সেই খানে তিনি নৈহাটির হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে জনসংযোগ করেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...