এইবার অনুমোদন হবে ক ঘাটাল মাস্টার প্ল্যান ?

মাস্টার প্লানের প্রস্তাব অনুমোদিত হলে এর জন্য খরচ হতে পারে ১৩০০ কোটি টাকা ।অংশীদারি থাকবে এই প্ল্যানে কেন্দ্র এবং রাজ্যের ।প্রশাসন সূত্রে জানা যাচ্ছে প্রকল্পের ৬০% খরচ দেবে দিল্লি এবং ৪০% খরচ দেবে রাজ্য ।প্লানটি অনুমোদিত হলেএবং কাজটি সম্পন্ন হলে ঘাটাল সহ বিস্তীর্ণ অঞ্চল জল জমার সমস্যা থেকে মুক্তি পাবে ।