এইবার কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন বৈশালী ডালমিয়া

আজকে রাজ্যপাল জগদ্বীপ ধনকরের সাথে দেখা করলেন তৃণমূলের বালির বিধায়ক বৈশাখী ডালমিয়া ।তার
রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরে রাজনৈতিক মহলে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুঞ্জনা তৈরি হয়েছেন ।রাজভবন থেকে বেরোনোর পরে বৈশাখী ডালমিয়া বলেন ।আমার বাবার সঙ্গে রাজ্যপালের সম্পর্ক খুব ভালো ছিল ,সেই সূত্রে আমি উনার সঙ্গে সৌজন্য মূলক সাখ্যাতকার করতে এসেছি । কিন্তু রাজনৈতিক মহল বলছে তার আপ্ত সহায়ক কে তার দলের কয়েকজন মারধর করেছিল ,কিন্তু তিনি তৃণমূলের উচ্চত্বর
নেতৃত্ব কে জানালেও তার কোনো সুরাহা হয়নি ।