এই দিনটি অন্যান্য যেই সব অনুষ্ঠান হয়

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মহালয়ার দিনটি পিতৃপুরুষের তর্পন  এবং দেবী পক্ষের আগমন  এই দুটি  জিনিস তো সর্বজ বিদিত  এই ছাড়াও এই দিনটিতে বিষ্ণুর পূজা করা হয় সোনা প্রতিমা অথবা শালিগ্রাম আকারে  তারা পরে নৈবিদ্য তৈরি  করা হয় ,বিশেষত ছাদে  অনুষ্ঠানের  জন্য রান্না করা হয়  এবং কোনো কাক এসে যদি খাবারটি গ্রহণ করে  তাহলে  প্রস্তাবটি গ্রহণযোগ্য  বলে মনে করা হয় ।কাক কে যমের  দূত  হিসাবে মানা  হয় গরু এবং কুকুর কেও খাওয়ানো হয় ,ব্রাহ্মণ পুরোহিতদের খাবার দেওয়া  হয় ,পূর্বপুরুষ (কাক এবং ব্রাহ্মণ ) রা  একবার খেয়ে  পরিবারের লোকেরা মধ্যান ভোজন শুরু করার অনুমতি ।