এই বছর ২৬সে এপ্রিল অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হবে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এই  বছর ২৬সে  এপ্রিল অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত  হবে  এবং এই অনুষ্ঠানটি একদিন ধরে হবে সাধারণত ওই দিনটি  প্রার্থনা এবং জৈন ধর্মগুরু  লর্ড  ঋষভ দেব  কে স্মরণ করে অনুষ্ঠিত হয় এবং পরস্পর কে এইদিন  আকের  রস  দিয়ে আপ্যায়ণ  করে ব্রিটিশ  ভারতে  ১ আনার  একটি মুদ্রা  টাকশালে তৈরি  করা হয়েছিল যেইখানে ছবিতে দেখা  যাচ্ছে  জৈন  ধর্মগুরু ঋষভদেব  কে রাজা শ্রেয়ান আখের  রস  দিয়ে আপ্যায়ন  করছেন ।