সোমবার রাত থেকে ১২০ টন মাছ এসেছে বলে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ,এই মরশুমে তো বটেইকয়েক বছরে একসঙ্গে এত ইলিশ আসেনি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা ।৫০০-৭০০ গ্রাম থেকে শুরু করে ১ কেজি অথবা তার বেশি ওজনের মাছ এসেছে । ৫০০ -৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দ্বরে ,১ কেজি অথবা তার উপরের দামের মাছ বিক্রি হচ্ছে হাজার টাকা প্রতি কেজি ।