এই রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সমীক্ষা চলবে

ভোটার তালিকার সমীক্ষা চলবে এই রাজ্যে । ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে ,এই বার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সমীক্ষা অথবা এস আই আর ( স্পেশাল ইনটেনসিভ ডিভিশনের) কাজ চালু হবে । এই কাজ এই রাজ্যে ২০০২ সালে হয়েচিলো ।কমিশনের বক্তব্যে এই রাজ্যে ভুয়ো নথির দৌলতে পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের উপস্থিতি টের পাওয়া গিয়েছে । ইলেকশান কমিশন ঠিক করেছে এই রাজ্যে বাড়ি বাড়ি ভোটার তালিকা সমীক্ষার কাজ করবে ।