এএফসি কাপে গোয়া এফসি মুখোমুখি হবে আরব আমারশাহী ক্লাবের বিরুদ্ধে

আজকে ভারতীয় সময় রাত ৮ টা গোয়া এফসি মুখোমুখি হবেন আল ওয়াদা এফসির বিরুদ্ধে । আজকে দুই দলের কোচ হচ্ছে বার্সেলোনার প্রাক্তনী । আল ওয়াদার কোচ ছিলেন বার্সেলোনার রাইকার্ডের সহকারী ,আল ওয়াদার প্রধান শক্তি হচ্ছেন তাদের অধিনায়ক ইসমাইল মাতা ,তিনি তাদের প্রধান ভরসা ,তিনি সম্ভবত আজকে প্রথম থেকেই খেলবেন ।গোয়ার প্রথম ম্যাচ সম্পর্কে
প্রশংসা করেছেন আল ওয়াদা কোচ ।