খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বহু বিখ্যাত এই পুজোটি তাদের মণ্ডপ তৈরী করেছেন ভারতবর্ষের সব থেকে উঁচু শিবমন্দির শিমলা থেকে কিছুটা নিচে জাটোলির আদলে ।এক কর্মকর্তা বলেন আমাদের শিল্পী মন্দিরটি নিজে দেখে এসে প্যান্ডেলের মাধ্যমে ওই শিল্প কর্ম ফুটিয়ে তুলেছে । মন্দিরের গায়ের ফুটিয়ে তোলা হচ্ছে ফাইবারের মাধ্যমে সাবেক প্রতিমার পরনে থাকছে বেনারসি ,চন্দননগরের আলোর থিমে রয়েছে বসন্ত উৎসব দূর্গা পূজার মেলা ও দীপাবলি ।