কলকাতা হাইকোর্ট গরু পাচার কাণ্ডে এনামুল হককে পাঁচ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে। ১৯ থেকে ২৪ সে ডিসেম্বরে পর্যন্ত সিবিআই এনামুলকে নিজেদের হেপাজতে নিতে পারবে। আগে করোনার অজুহাত দিয়ে সে গোয়েন্দাদের জেরা এড়িয়ে যায়। সিবিআই চাইছে ধৃত বি এস এফ কমান্ড্যান্ট ও এনামুলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে। শুক্রবার বিচারপতি মামলার গুরুত্ব বুঝে এনামুলের সিবিআই হেপাজত মঞ্জুর করেন।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...