এবার বিয়ের ভোজ হোম ডেলিভারি তেও

বর্ধমানের হবু বর ও বৌ ঠিক করেছেন তারা বিয়ে করবেন তবে ভার্চুয়াল ভাবে ।অতিথিরা ঘরে বসে গুগল
মিটের মাধ্যমে সেই বিয়ের অনুষ্ঠান সব কিছু দেখতে পাবেন ।আর নিমন্ত্রিত অতিথি প্রত্যেকের কাছে জোম্যাটো ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে খাবার পৌঁছে যাবে । পাত্র বর্ধমানের পাল্লা রোডের সন্দীপ সরকার এবং পাত্রী বর্ধমানের অদিতি দাশ আগামী ২৪ সে জানুয়ারী এইজুটির ভার্চুয়াল বিয়ে হচ্ছে । তবে একটাই শর্ত গুগল মিটে বিয়ে এটেন্ড করবে যারা আর পাত্র পাত্রী কে আশীর্বাদ করবেন তাদের বাড়িতেইভোজের খাবার যাবে ।