খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ব্রিটিশ গাড়ি প্রস্তুত সংস্থা এমজি মোটর ইন্ডিয়া এই মেলাতে উপস্থিত থাকছেন তাদের নতুন সম্ভার নিয়ে । তবে এই সংস্থাটি হেক্টর সংস্থার সঙ্গে গাঁটছাড়া বেঁধে ইতিমধ্যেই ভারতের বাজারের মিডসাইজ এসইউভি বিক্রি করতে চলেছে । ফেব্রুয়ারী তে হতে চলা ১৫ তম কার এক্সপো তে তাদের ৬ আসন বিশিষ্ট এসইউভি ম্যাক্সাস ডি ৯০ দর্শকদের সামনে উপস্থিত করবেন ।