এমাসেই হিমঘর খালি করতে হবে

নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সমস্ত হিমঘর থেকে আলু বের করে নিতে হবে।এখনো হিমঘরে মজুত আলুর পরিমান ৭ লক্ষ টন। এদিকে আলুর দাম ৪৫ টাকা ছাড়িয়ে ৫০ এর দিকে এগোচ্ছে। এবারে হিমঘর মালিকদের আর কোন কথা শোনা হবে না। অনেক অনুরোধেও তারা সাধারণ গরিব  মানুষদের কথা ভাবেননি। তাই সরকার আর অপেক্ষা করবে না। আলু যা মজুত আছে তাতে এত দাম বাড়ার কথা নয়। কম জোগানের কারণেই আলুর দাম বেড়েছে।