কলকাতার ওপারে হাওড়ার বালিতে এস ২৩,একটি এসি বাস কে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায় ।তবে যাত্রীদের দাবি ওই সময় ভাগ্যক্রমে কেউ দাঁড়িয়ে না থাকতে কোনো অঘটন ঘটেনি ।গুলিটি শশব্দে জানলার কাঁচ ভেঙে বাসের ভিতরে ঢুকে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ,বাসটি থামাতেই যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পরে এবং জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ,সকাল ১০ টা নাগাদ এস ২৩ এসি বাসটি রাজচন্দ্রপুরের দিক থেকে বিধাননগরে আসছিলো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...