ওডিআই নিয়ে সৌরভের কিছু তথ্য

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  সৌরভ  গাঙ্গুলি  জীবনে ওডিআই  ম্যাচ খেলেছেন  ভারতের হয়ে  ৩১১ টি  বিভিন্ন  দেশের  বিরুদ্ধে তার  মোট  রান হচ্ছে ১১ ৩৬৩, ব্যাটিং অ্যাভারেজ হলো ৪১.০২ । তিনি ওডিআই সেঞ্চুরি করেছেন ২২ টি এবং অর্ধশতরান  করেছেন ৭২ টি ,শ্রীলঙ্কার  বিরুদ্ধে  তিনি করেছেন সর্বাধিক রান ১৮৩। ওডিআই  তে তিনি বল  করেছেন ৪৫৬১ টি  এবং উইকেট  নিয়েছেন ১০০ টি  বোলিং গড়  হলো ৩৮.৪৯। তার সেরা  বোলিং হলো ৫/১৬ ।