ওয়াগন থেকে কয়লা সংগ্রহ

কয়লা নামিয়ে স্টেশনে  ওয়াগন  ফিরে এলেই একদল লোক চলন্ত ট্রেনে উঠে পড়ে । তারপর মেঝেতে থাকা  কয়লা সংগ্রহ করে বিক্রি করে। এই বিক্রির  টাকাতে তাদের সংসার চলে। কোন ওয়াগন কোথায় দাঁড়াবে তা সব তাদের জানা চলন্ত ট্রেনে  উঠতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং মৃত্যুও হয়েছে। হাসিমারার আরপিএফের ওসি জানান তিনি এই ব্যাপারে খোঁজ নেবেন।