ওয়াটার এটিএমে জল নেই

আড়াই বছর আগে চোপড়া গ্রাম পঞ্চায়েত  তিনটি জায়গায় ওয়াটার এটিএম  বসিয়েছিল খরচ হয়েছিল প্রায় ১৫ লক্ষ টাকা। কিন্তু দেড় বছরের বেশি সময় ধরে মেশিনগুলি অকেজো হয়ে পড়ে  আছে।  শুরুতে  ১ টাকার কয়েন দিলে ১ লিটার ঠান্ডা পানীয় জল পাওয়া যেত। জল না পাওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। মেশিনগুলি মেরামত  করার কোন উদ্যোগ নেই উপপ্রধান জানান শীঘ্রই মেশিনগুলি ঠিক করার ব্যবস্থা করা হবে।