ওয়েভার স্কিমে প্রথম দিনেই এক কোটির বেশি আয়

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা পুরসভার সম্পত্তি করের  ওয়েভার স্কিম  চালু হল শনিবার। প্রথম দিনেই জমা পড়ল  ১ কোটি ১৪ লক্ষ   টাকা। ফিরহাদ হাকিম  এই প্রকল্পের সূচনা করেন। ১ লা অক্টোবর চালু হওয়ার কথা থাকলেও আজ ই কাজ শুরু হয়। অনলাইনেও  নাগরিকেরা এই সুবিধা পাবেন। আগামী মে মাস পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। তবে ২৮ শে  ফেব্রুয়ারী পর্যন্ত এই প্রকল্পে জরিমানা ও সুদের ওপরে ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে।