খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:কংগ্রেসকে পাশে নিয়ে আজ, সোমবার শিলিগুড়ি পুরসভার ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পাশ করাতে মরিয়া মেয়র অশোক ভট্টাচার্য। শনিবার মেয়র ১৩ কোটি ৯৭ লক্ষ টাকার যে ঘাটতি বাজেট পেশ করেছেন তা ‘ফুল হাউসে’ পাশ করতে হলে কংগ্রেস বা বিজেপি’র সমর্থন প্রয়োজন অশোকবাবুর। মোট ৪৭ জন কাউন্সিলারের মধ্যে বামেদের রয়েছে ২২ জন। তৃণমূলের ১৮, কংগ্রেসের চার ও বিজেপি’র দু’জন কাউন্সিলার রয়েছেন। একজন নির্দল কাউন্সিলারের মৃত্যুতে একটি ওয়ার্ড খালি রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার ধ্বনি ভোটে বাজেট পাশ করানোর সময় যদি ৪৬ জন কাউন্সিলার উপস্থিত থাকেন সেক্ষেত্রে বামেদের ২৪ টি ভোট প্রয়োজন হবে। সেক্ষেত্রে কংগ্রেসের চারজনের মধ্যে দু’জন বা বিজেপি’র দু’জন কাউন্সিলারের সমর্থন পেলেই বাজেট পাশ হয়ে যাবে। কংগ্রেস ও বিজেপি যদি বাজেট আলোচনায় অংশ নিয়েও ভোটাভুটি পর্বে অনুপস্থিত থাকে তাহলে নিজেদের ২২ জন কাউন্সিলার নিয়েই মেয়র বাজেট পাশ করিয়ে নিতে পারবেন। এই পরিস্থিতিতে মেয়র বাজেট পাশ করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...