মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় ,আগামী বৃহস্পতিবার গুজরাটের কচ্ছ উপকূলে আছড়ে পড়তে পারে । প্রধানমন্ত্রী গতকাল প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন গতকাল ।আহমেদাবাদে আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন ,অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় কচ্ছের যে জখৌরে ১৩৫-১৪৫ কিমি বেগে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...