কনসার্টের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত শিল্পী কেকে কে

গতকাল ছিল প্রয়াত সংগীত শিল্পী কেকে র ৫৪ তম জন্মদিন । একটি পুরোনো ছবি পোস্ট করে তামারা কৃষ্ণতাতে দেখা যাচ্ছে তিনি তার বাবা কে কেক খাইয়ে দিচ্ছেন । গতকাল তার সন্তান তামারা ও নকুল কেকে ফর এভার একটি কনসার্টের আয়োজন করেছেন ,এই কনসার্টের গান গাইবেন পাপন ,শান,প্রীতম এবং বেণী দয়ালের মত শিল্পীরা । তার সন্তানেরা বলেন বাবার জন্মদিনের পারফর্ম করেই তাকে শ্রদ্ধা জানানো হোক এই সিদ্ধান্ত আমরা নিলাম ।