পণ্যবোঝাই গাড়িকে আর রাস্তায় অপেক্ষা করতে হবে না। সোমবার নিউ জলপাইগুড়ির ইনল্যান্ড কন্টেনার ডিপো থেকে গ্রীন চ্যানেলে বাংলাদেশের চট্টগ্রামে পাড়ি দিল মধ্যপ্রদেশের কৃষিজ পণ্য নিয়ে পাঁচটি কন্টেনার বোঝাই লরি। কন্টেনারগুলিতে জিপিএস লাগানো আছে। রবিবার কন্টেনারগুলি মধ্যপ্রদেশ থেকে ট্রেনে এসে পৌঁছায়। এইভাবে পরে নেপাল ও ভুটানেও সরাসরি কন্টেনার যাবে।