খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: আগামী ২০২০ সালের কেন্দ্রীয় বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ লা ফ্রেব্রুয়ারী ২০২০ তে সংসদ এ পেশ করতে চলেছেন। সকাল বেলা ১১ টায় ১ লা ফ্রেব্রুয়ারী পার্লামেন্ট তিনি বাজেট প্রস্তাব পাঠ করবেন। একটি পূর্ন অর্থ বৎসরের জন্য বাজেটটা পেশ করা হবে।২০১৬ র আগে ফ্রেব্রুয়ারী মাসের শেষ ওয়ার্কি দিনে সংসদপত্র বাজেট পেশ হত । কিন্তু ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় যে ডিপার্টমেন্ট গুলিকে খরচ এর জন্য বেশী সময় ও সিদ্বান্ত নিতে তা ১ লা ফ্রেব্রুয়ারী তে পেশ করা হবে।