গতকাল সন্ধ্যা তে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার কাছে কমিশনের সচিবের তরফে পাঠানো চিঠিতে চার নতুন জেলা শাসকের নাম দেওয়া হয় ।পূর্বমেদিনীপুরের নতুন জেলা শাসক হলেন জয়শী দাসগুপ্ত (২০১০)।ঝাড়গ্রামের নতুন জেলা শাসক বলেন মৌমিতা গোদারা বসু (২০০৭)।পূর্ববর্ধমানের জেলা শাসক হলেন রাধিকা আইয়্যার (২০১১), আর বীরভূমের জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি (২০১০)।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...