কমিশনের নির্দেশে রাজ্য পেলো নতুন চার জেলা শাসক

গতকাল সন্ধ্যা তে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার কাছে কমিশনের সচিবের তরফে পাঠানো চিঠিতে চার নতুন জেলা শাসকের নাম দেওয়া হয় ।পূর্বমেদিনীপুরের নতুন জেলা শাসক হলেন জয়শী দাসগুপ্ত (২০১০)।ঝাড়গ্রামের নতুন জেলা শাসক বলেন মৌমিতা গোদারা বসু (২০০৭)।পূর্ববর্ধমানের জেলা শাসক হলেন রাধিকা আইয়্যার (২০১১), আর বীরভূমের জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি (২০১০)।