কমিশন নন্দীগ্রামের জন্য অতিরিক্ত বাহিনীর বন্দোবস্ত করেছে

নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে নন্দীগ্রামের জন্য পৃথক ভাবে আরো ২১ কোম্পানি বাহিনী মোতায়েন
করা হবে । গতকাল দ্বিতীয় দফার ভোটে জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন রাজ্যের সিইও ।জানা যায় সেই ভোটেই ননীগ্রামের জন্য ২১কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে । খবরে জানা যাচ্ছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় দৈরথ কে ঘিরে ছোটখাটো ঝামেলা লেগেই থাকছে ,তৃণমূল ও বিজেপি দুইজনেই কমিশনের কাছে তাদের অভিযোগ জানিয়েছে ।